উন্নয়ন প্রশাসন সম্পূর্ণ রাজনৈতিক বলয়ের মধ্যে জিম্মি ছিল বলে মন্তব্য করেছেন শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ড. দেবপ্রিয় ভট্টাচার্য। রোববার (৩ নভেম্বর) বাংলাদেশ পরিকল্পনা কমিশনের এনইসি ভবনে ৮৫ জন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বিগত সরকারের আমলে প্রকল্প অনুমোদনের ক্ষেত্রে রাজনৈতিক প্রভাব ছিল। প্রায় সব প্রকল্পই রাজনৈতিক প্রভাবেই অনুমোদন হয়েছে। শুধু তাই নয়, সেই সময় উন্নয়নের নামে যে বয়ান সৃষ্টি করা হয়েছিল এর বিপক্ষে কেউ কিছু করতে গেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, উন্নয়ন বয়ানের পরিস্থিতি নিয়ে আজ আলোচনা হয়েছে। উন্নয়ন পরিস্থিতিটা পুরোটাই প্রশাসনের কাছে বন্ধি ছিল। মিটিং এ বক্তারা জানিয়েছেন, তারা পুরোটাই পরিস্থিতির শিকার ছিলেন। কেউ কেউ হেনস্থার শিকার হয়েছেন বলেও জানান।
কর্মকর্তাদের মধ্যে ৩২ জন সচিব এবং সিনিয়র সচিব ছিলেন। এ সময় শ্বেতপত্র প্রণয়ন কমিটি বাকি সদস্যরাও উপস্থিত ছিলেন।
এসএটি/জেডএম