বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেছেন, দুই মাসের হানিমুন পিরিয়ডের পর এখন অন্তর্বর্তী সরকারকে আসল কাজে নেমে তাদের সাফল্য দেখানো প্রয়োজন। জনপ্রত্যাশা অনুযায়ী গণঅভ্যুত্থানের আকাংখা বাস্তবায়নে সরকারকে দৃঢ়চিত্ত ভূমিকা গ্রহণ করা দরকার।
মঙ্গলবার (০৮ অক্টোবর) মানিকগঞ্জের সিংগাইরে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সংগঠক ও কর্মীদের সভায় বক্তব্যে এসব কথা বলেন তিনি।
স্থানীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। পার্টির মানিকগঞ্জ জেলার প্রবীণ নেতা কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য রাখেন পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, মীর মোফাজ্জল হোসেন মোশতাক, মানিকগঞ্জ জেলা সংগঠক কুতুবউদ্দিন, শাহজাহান সিকদার, হারুন অর রশীদ, নুরুল ইসলাম দেওয়ান, আব্দুল লতিফ, রাজা মিয়া, আব্বাস আলী, পারুল আকতার, বিউটি বেগম, ইসমাইল হোসেন প্রমুখ।
তিনি বলেন, ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থান জবাবদিহিমূলক গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার যে সুযোগ সৃষ্টি করেছে এবার কোনভাবেই তা বিনষ্ট করা যাবে না। রাজনৈতিক দলসহ সকল অংশীদারদের নিয়ে অন্তর্বর্তী সরকারকে এই সুযোগ কাজে লাগাতে হবে।
সাইফুল হক বলেন, অগ্রাধিকারের ভিত্তিতে পুলিশ বাহিনীসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসমূহকে পেশাদারী দায়িত্বশীলতা ও দক্ষতায় পুনর্গঠনের কার্যকরি উদ্যোগ নেয়া দরকার। বিশেষ কোন দলীয় আনুগত্যের ভিত্তিতে নয়, যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতেই এসব বাহিনী নতুন নিয়োগ নীতি প্রনয়ণ করা প্রয়োজন।
তিনি শিল্প অর্থনীতির সংস্কারের পাশাপাশি কৃষি বাজারসহ কৃষি ও গ্রামীণ অর্থনীতির সংস্কারের কাজ শুরু করতেও সরকারের কাছ্র দাবি জানান। তিনি কৃষি বাজার থেকে ফডিয়া মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ব বন্ধে ব্যবস্থা নেবার দাবি জানান।