ঢাকা,   রোববার ০৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম:

সাভারে কাজে ফিরেছে শ্রমিকরা, উৎপাদন স্বাভাবিক কারখানায় পোলিও কর্মসূচির মধ্যেই ইসরায়েলি হামলায় ২৭ ফিলিস্তিনি নিহত ফুটবলে ইতিহাস তৈরি করলেন রোনালদো আবু সাঈদসহ ৫ শহীদের কবর জিয়ারত ছাত্রদলের কেনিয়ার স্কুলে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ শিক্ষার্থী নিহত সার্ক শুধু কাগজেই সীমাবদ্ধ: পিটিআইকে ড. ইউনূস বন্যায় নাইজেরিয়াতে মৃত্যু সংখ্যা ২৭৩ সাবেক নৌমন্ত্রী শাহজাহান ৭ দিনের রিমান্ডে কুমিল্লায় বাসের ধাক্কায় মাইক্রোবাসের চারযাত্রী নিহত বন্যার্তদের পাশে এগ্রিকালচারিস্টস এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) শেখ হাসিনাসহ ১৯ সাংবাদিকের বিরুদ্ধে মামলা তিস্তার পানিবন্টন চুক্তি আন্তর্জাতিক আইন অনুযায়ী হতেই হবে: পিটিআইকে প্রধান উপদেষ্টা ঢাকা মহানগর উত্তরে ডেঙ্গু সচেতনতায় যুবদলের কর্মসূচি মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার  সাবেক ভূমিমন্ত্রীকে অস্ত্রসহ গ্রেপ্তার গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর হবে গণভবন, উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত প্রধান উপদেষ্টাকে শুভেচ্ছা জানিয়ে ৯২ নোবেল বিজয়ীর চিঠি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে জাতীয় কমিটি গঠন কয়েক মাসের মধ্যে জিনিসপত্রের দাম কমে আসবে’ পেঁয়াজ ও আলুতে শুল্ক কমিয়েছে সরকার বাংলা একাডেমির নতুন মহাপরিচালক মোহাম্মদ আজম সাংবাদিকদের নামে হয়রানীমূলক হত্যা মামলা প্রত্যাহারের আহবান ডিআরইউর সরকারি অফিসে সিঙ্গেল ইউজ প্লাস্টিকের বিকল্প ব্যবহারের নির্দেশ ঘুষ ও চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার এবার বহিষ্কৃত নেতার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রদলের মামলা দুই মাসের মধ্যে নদীর সঠিক সংখ্যা নির্ধারণের নির্দেশ পানিসম্পদ উপদেষ্টার সাবেক মন্ত্রী ও এক এমপির দুর্নীতির অনুসন্ধান শুরু দেশে এনে শেখ হাসিনার বিচার করতে হবে: প্রধান উপদেষ্টা শহীদ পরিবারের দায়িত্ব সরকারের: উপদেষ্টা নাহিদ আড়াই বছরেই বিদায় নিলো আউয়াল কমিশন স্বামী, সন্তানসহ শিরীন শারমিনের ব্যাংক হিসাব তলব বসুন্ধরার কর্ণধার আকবর-আনভীরের বিরুদ্ধে অনুসন্ধানে সিআইডি হাসিনা পতনের একমাস পূর্তিতে ‘শহীদি মার্চ’ শুরু ইসরায়েলি হামলায় নিহত আরও ১৮ ফিলিস্তিনি ছাত্র-জনতার ‘শহীদি মার্চ’ আজ জামিনে মুক্ত রিজেন্ট সাহেদ বিমানবন্দরে ফুল দিয়ে পাকিস্তানবিজয়ী বীরদের বরণ জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিজিএমইএ সচিবদের সঙ্গে বৈঠকে ড. মুহাম্মদ ইউনূস আশুলিয়ায় ৬০ গার্মেন্টস কারখানা ছুটি, গাজীপুরে সড়ক অবরোধ ডেঙ্গু নিয়ন্ত্রণে কাজ করবে ডিএনসিসির ১০ টিম ডায়মন্ড ওয়ার্ল্ডের দিলীপ কুমারের বিরুদ্ধে সিআইডির অনুসন্ধান ’সম্প্রতি আনসার আন্দোলনে ইন্ধনদাতা ২ আনসার সদস্য গ্রেফতার’ শিক্ষার্থীদের গায়ে ‘গরম জল’ ঢালতে বলেছিলেন অরুণা বিশ্বাস মেট্রোপলিটন পুলিশে ৭ নতুন কমিশনার পেছনে তাকানোর সুযোগ নেই: শফিকুর রহমান কোনও প্রতিষ্ঠান ঘেরাও বা সহিংস আচরণ করা যাবে না: স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাবেক চিফ হুইপ নুর ই আলম চৌধুরীকে দুদকে তলব আমিরাতে ক্ষমা পেলেন ৫৭ বাংলাদেশি পুলিশের লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ জমা দেয়ার শেষদিন আজ শিল্পপ্রতিষ্ঠানের নিরাপত্তা চান ব্যবসায়ীরা বাংলাদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতেই বিডিআর হত্যাকাণ্ড: হাফিজ বিএসইসির কমিশনার হলেন ফারজানা লালারুখ একটাই চাওয়া লাশটা যেন পরিবারের কাছে যায়: আযমী গ্রামীণ ব্যাংকের নতুন চেয়ারম্যান আবদুল হান্নান চৌধুরী আ.লীগের রাজনীতি করার অধিকার অবশ্যই আছে : ফারুক শান্তকে ফোন করে প্রধান উপদেষ্টার অভিনন্দন সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে দুদকে তলব পাকিস্তানকে ‘বাংলাওয়াশ’ টাইগারদের বিভিন্ন দপ্তরে ২৪ কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল যৌথ অভিযানের ঘোষণায় অনেকটাই শান্ত আশুলিয়ার শিল্পাঞ্চল সাংবাদিক নিপীড়নের ধারা এখনই বাদ দেওয়ার প্রস্তাব সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনবে বিএনপি শেখ হাসিনাসহ সামন্ত লাল ও ডিপজলের বিরুদ্ধে হত্যা মামলা ভিসা ছাড়া বাংলাদেশিরাও যেতে পারবেন পাকিস্তান পোশাক শিল্পের নিরাপত্তায় রাত থেকেই যৌথ অভিযান কর্তৃত্ববাদদের এ দেশের মানুষ ব্যর্থ করে দেবে: রিজভী সালাউদ্দিন-খোকন শোকজ, জবাব দিয়েছেন খোকন ছোট প্রতিনিধিদল নিয়ে জাতিসংঘে যাবেন প্রধান উপদেষ্টা আবারও দাম বাড়ল এলপি গ্যাসের অনিচ্ছাকৃত ভুলের জন্য ক্ষমা চাইলেন সালাউদ্দিন কানাডায় সাবেক এমপি শিমুলের বাড়িসহ অবৈধ সম্পদ, দুদকের অনুসন্ধান শুরু স্পিকার শিরিন শারমিনের পদত্যাগ সাবেক ১৮ মন্ত্রী ও ৮ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা বিডিআর হত্যার পূর্ণাঙ্গ তদন্ত ও বিচার প্রক্রিয়া শিগগিরই শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা আবারও তিনদিনের রিমান্ডে গোলাপ, কারাগারে টিপু মুনশী "কোনো অভিযান পরিচালনার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেফতার করতে হবে, পরিচয় না দিয়ে কোন অবস্থাতেই কাউকে গ্রেফতার করা যাবে না- স্বরাষ্ট্র উপদেষ্টা" বসুন্ধরার এবিজির বিরুদ্ধে বিএসইসির তদন্ত কমিটি সম্পদের হিসেব দিতে হবে সরকারি চাকুরিজীবিদের বন্যা দুর্গত এলাকায় ৩ মাস ৩০ টাকায় চাল ২৪ টাকায় আটা এনএসআই’র সাবেক ডিজি জোবায়েরের দুর্নীতির অনুসন্ধান শুরু চিকিৎসকদের “কমপ্লিট শাটডাউন” স্থগিত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল ৪ সেপ্টেম্বর থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান স্ত্রী-সন্তানসহ আসাদুজ্জামান খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা পলক, টুকুসহ ছয়জন আবারও রিমান্ডে গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত

তামাক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয় সামাজিক দায়বদ্ধতায় সবাইকে এগিয়ে আসতে হবে -সেমিনারে মতামত 

Staff Correspondent

প্রকাশিত: ১৮:২৯, ৬ জুন ২০২৪

তামাক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয় সামাজিক দায়বদ্ধতায় সবাইকে এগিয়ে আসতে হবে -সেমিনারে মতামত 

 সেকান্দর আলী (স্টাফ করেসপন্ডেন্ট)  

  তামাক নিয়ন্ত্রণে শুধু আইন প্রয়োগ নয় সামাজিক দায়বদ্ধতায় সবাইকে এগিয়ে আসতে হবে বলে তামাক বিরোধী সেমিনারে মতামত ব্যক্ত করেন আলোচক বৃন্দরা। 

ধূমপান মাদকের চেয়ে কম নয়। ধূমপায়ীদের প্রায় ৯৮ভাগই পরবর্তীতে কোনো না কোনো পর্যায়ে মাদক নেয়ার সম্ভাবনা থাকে। পরিবার, কমিউনিটি, সমাজকে ধূমপানমুক্ত ও মাদকমুক্ত রাখতে চাইলে শুধু আইন প্রয়োগ করলেই হবেনা, সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে জোরেশোরে। সামাজিক দায়বদ্ধতা থেকে সবাইকে এগিয়ে এসে একসাথে কাজ করতে হবে। যার যার অবস্থান থেকে মোটিভেশনাল ওয়ার্ক চালিয়ে যেতে হবে। এমনটাই মতামত উঠে আসে তামাক বিরোধী সেমিনারের আলোচনায়।

আজ বৃহস্পতিবার (০৬ জুন) ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে তামাক বিরোধী সেমিনার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি বিভাগীয় কমিশনার এর পক্ষে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, জুম প্লাটফর্মের মাধ্যমে যুক্ত স্বাস্থ্যসেবা বিভাগের তামাক নিয়ন্ত্রক সেলের সমন্বয়ক মোঃ আখতার উজ-জামান উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মোঃ আরিফুল ইসলাম সেমিনারে তামাক বিরোধী প্রেজেন্টেশন উপস্থাপন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী তামাকমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে "ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন ২০০৫ (২০১৩ সালে সংশোধিত) বাস্তবায়নে করণীয় তথ্য উপস্থাপনায় তুলে ধরেন তিনি।

তামাক নিয়ন্ত্রণ কেন জরুরি বিষয়টি উল্লেখ করে জানানো হয় যে, তামাকের ধোঁয়ায় ৭ হাজারের বেশি ক্ষতিকর রাসায়নিক রয়েছে, যা শরীরের প্রতিটি অঙ্গ- প্রত্যঙ্গের ক্ষতি করে। তামাক সেবন/ধূমপানের কারণে বিভিন্ন ধরণের ক্যান্সার, হৃদরোগ, স্ট্রোক, ফুসফুসের দীর্ঘমেয়াদী রোগ (সিওপিডি, এজমা), ডায়াবেটিসসহ বিভিন্ন অসংক্রামক রোগ হয়ে থাকে। ৯০ ভাগ ফুসফুস ক্যান্সারের জন্য দায়ী ধূমপান। পরোক্ষ ধূমপানের প্রভাবে অধূমপায়ীর হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সারের ঝুঁকি বাড়ে। এক্ষেত্রে শিশু ও নারীরা বেশি ক্ষতিগ্রস্ত হয়। তামাক সেবনের কারণে পৃথিবীতে প্রায় ৮০ লক্ষাধিক মানুষ প্রতিবছর মারা যায়। তন্মধ্যে পরোক্ষ ধূমপানে ১২ লক্ষাধিক মানুষ মারা যায়। গর্ভাবস্থায় তামাক সেবন বা পরোক্ষ ধূমপান গর্ভের সন্তান ও গর্ভবতী নারী উভয়ের ক্ষতি করে। অপরিণত বা কম ওজনের শিশু জন্মদানের ঝুঁকি বৃদ্ধি পায়।

বাংলাদেশে তামাক ব্যবহারের ভয়াবহতা তুলে ধরে সেমিনারে জানানো হয় যে, বর্তমানে ত্রিশ বা তদুর্ধ্ব বয়সীদের মধ্যে ৭০ লাখের অধিক তামাক সেবনজনিত বিভিন্ন রোগে আক্রান্ত। এর মধ্যে ১৫ লক্ষাধিক বা ২২% মানুষ তামাকজনিত হৃদরোগ, স্ট্রোক, ফুসফুস ক্যান্সার, স্বরযন্ত্র ও মুখগহ্বরের ক্যান্সার, শ্বাসযন্ত্রের দীর্ঘস্থায়ী অসুস্থ্যতা (সিওপিডি, এজমা) ইত্যাদি রোগে আক্রান্ত। তাদের চিকিৎসা ব্যয় তামাক খাত থেকে প্রাপ্ত রাজস্বের চাইতে বেশি। ১৫ বছরের কমবয়সী শিশুর মধ্যে ৪ লাখ ৩৫ হাজারের বেশি শিশু তামাকজনিত বিভিন্ন রোগে আক্রান্ত, যার মধ্যে ৬১ হাজারের অধিক শিশু বাড়িতে পরোক্ষ ধূমপানের শিকার। তামাকজনিত রোগে বাংলাদেশে ১ লক্ষ ৬১ হাজারের অধিক মানুষ মারা যায়। বাংলাদেশে প্রাপ্তবয়স্ক পুরুষদের মোট মৃত্যুর ২৫.৫৪% ও নারীদের মোট মৃত্যুর ৯.৭% এর জন্য দায়ী তামাক যা উন্নয়নশীল যে কোনো দেশে তামাকজনিত গড় মৃত্যুর চাইতে বেশি।

আলোচকবৃন্দ মতামত ব্যক্ত করেন যে, ধূমপান একটা পুরাতন কালচার ছিল। জমিদার তামাক খেতেন, সেটা আভিজাত্যের বিষয় ছিল। কাজের ফাঁকেও কৃষকরা তামাক খেত। মেহমানদারিতে ছিল তামাক। নারীরাও অভ্যস্ত ছিলজর্দা মিক্সারে। এটা যে ক্ষতিকর ছিল তাতেও কেউ বলেনি বা মনে করা হতোনা। বাবা ছেলেকে হুক্কা ধরানোর জন্য বলতো। এটা তখন অপরাধ মনে হতোনা। রুমান্টিকতা, বিরহ দু’টোতেই ছিল ধূমপান। এ ধরনের কালচার থেকে আমরা বের হয়েছি কিন্তু পুরোপুরি সচেতনতা গড়ে তুলতে পারিনি।

ধূমপান উপলব্ধির বিষয়। সুস্থ থাকার জন্য তামাক ছাড়তে হবে। আমাদের কিছু একটা করতে হবে। সচেতনতার সর্বোচ্চ পযায়ে পৌঁছতে হবে। ধূমপানের ছোবল থেকে স্কুলের ছেলে মেয়েদের বাঁচাতে হবে। সম্ভব হলে জাতীয় সংগীতের আগে ২-৩ মিনিট প্রতিদিন মাদক নিয়ে কথা বলা যায়, সেমিনারে এ ধরনের মতামত ব্যক্ত করেন বক্তারা।

বক্তারা বলেন, ধূমপানের ক্ষতিকর পরিণতি সম্পর্কে মানুষকে বুঝাতে হবে।সামাজিকভাবে ও স্কুল কলেজে ধূমপানের ভয়াবহতার চিত্র তুলে ধরতে হবে। ধূমপায়ীর পরিণতির ভীতিকর ছবি প্রদর্শন করতে হবে। সরাসরি নিষেধ করতে হবে।প্রচার প্রচারণা চালাতে হবে। ধূমপান একটি অপরাধ, এটা অনেকেই জানেনা। স্কুল কলেজেও তামাক বিরোধী সেমিনার করতে হবে।

তামাক নেশা জাতীয় কৃষিপণ্য। তামাক উৎপাদনে যা আয় হয় তা সামান্য। জনস্বাস্থ্যে তার চেয়ে বেশি খরচ হয়। স্কুলের আশেপাশে তামাক বিক্রি নিষিদ্ধ করা উচিত। আইনের সঠিক প্রয়োগ দরকার বলে মন্তব্য করেন আলোচকবৃন্দ। আরো বলেন, তামাকের প্রোডাকশন কমাতে হবে। উৎস কমাতে হবে। চাষকৃত জমিতে তামাকের পাতা পড়ে জমি বিষাক্ত হয়, এ সবকিছুই ক্ষতিকর। এ থেকে উত্তরণের জন্য সমন্বিত সামাজিক আন্দোলন দরকার। আমরাও আমাদের অফিস থেকে সচেতনতা শুরু করতে পারি।

মাননীয় প্রধানমন্ত্রী ২০৪০ সালের মধ্যে বাংলাদেশকে তামাকমুক্ত করার ঘোষণা দিয়েছেন- আসুন সকলে মিলে তামাক ও ধূমপান বর্জন করি, এ আহ্বানকে জনসাধারণের মধ্যে পৌঁছে দিতে কাজ করার লক্ষ্যে একাত্মতার মতামত ব্যক্ত করেন উপস্থিত আলোচকবৃন্দ। আরো ব্যক্ত করেন, তামাক বিরোধী জেলা ও উপজেলা পর্যায়ের টাস্কফোর্স কমিটির সমন্বয় মিটিং নিয়মিত এবং মোবাইল কোর্ট পরিচালনার জন্য। সেইসাথে লাইসেন্স দেওয়ার ক্ষেত্রে কঠোর থাকা।

সেমিনারে পরিবেশ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, স্থানীয় সরকারের উপপরিচালক, ডেপুটি সিভিল সার্জন, সিটি কর্পোরেশনের সচিব, বিভাগীয় কমিশনার কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, জেলা আইনজীব সমিতির সভাপতি, মাদকদ্রব্য অধিদপ্তরের উপপরিচালক, জেলা তথ্য অফিসের পরিচালক, বিএসটিআই প্রতিনিধি, ফায়ার সার্ভিসের প্রতিনিধি, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা, জেলা ক্রীড়া কর্মকর্তা, আনসার ও ভিডিপি প্রতিনিধি, আঞ্চলিক তথ্য অফিসের প্রতিনিধি, ইসলামিক ফাউণ্ডেশনের প্রতিনিধি, বিআরটিএ প্রতিনিধি, বিভাগীয় টাস্কফোর্স কমিটির সদস্যগণসহ জেলা ও বিভাগীয় বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
 

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়