চীনে এখন লাইভস্ট্রিমিংয়ের মাধ্যমে বেড়েছে কেনাবেচা। বিশেষ গ্রামাঞ্চলের ব্যবসায়ীরা এখন প্রতিনিয়ত ইন্টারনেটে সরাসরি ভিডিও প্রদর্শনের মাধ্যমে নিচ্ছেন পণ্যের অর্ডার। আর এই সব পণ্যের মান ঠিক আছে কিনা বা ক্রেতারা কোনোভাবে প্রতারিত হচ্ছেন কিনা তা তদারকিতে নজরদারি বাড়াতে চলেছে কর্তৃপক্ষ। সম্প্রতি চায়না ইন্টারনেট নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সেন্টারটি জানায় গতবছর চীনে ৮১ কোটি ৬০ লাখ বার লাইভস্ট্রিমিং করা হয়েছিল। এর মধ্যে কর্তৃপক্ষ অনেক কনটেন্টই অপসারণ করেছে। বিশেষ করে খাবার স্বাস্থ্য সম্পর্কিত ক্ষতিকর তথ্য ও ভুয়া পণ্য দেখানো হয়েছিল ওই ভিডিওগুলোতে। সেই সঙ্গে অপসারণ করা হয়েছে কম মানসম্পন্ন কনটেন্টও।
ফুচিয়ান প্রদেশের ফুচৌ-এর জাতীয় গণকংগ্রেসের ডেপুটি ল্যান পিংয়ং লাইভস্ট্রিম শিল্পের দেখভাল করছেন। তিনি জানান, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে নকল এবং নিম্নমানের পণ্য বিক্রির বিরুদ্ধে লড়াই করার জন্য আরও ব্যবস্থা নেওয়া দরকার।
লাইভস্ট্রিমিং রুমে খাবার বিক্রি করা ব্যবসাগুলোর কঠোর তত্ত্বাবধানে থাকা উচিত বলেও জানান তিনি।
এনপিসি ডেপুটি আরও বলেছেন, চনের বিচার বিভাগীয় কর্তৃপক্ষ ব্যবসা ক্ষেত্রে উদীয়মান সমস্যাগুলোর ওপর আরও বেশি নজর দিচ্ছে এবং বাজারের সংস্থাগুলোর জন্য শক্তিশালী আইনি শিক্ষা প্রদান করার মাধ্যমে সুরক্ষার বিষয়ে গ্রাহকদের সচেতনতা বৃদ্ধিতেও সহায়তা করছে।