বাগেরহাটে ইউনিয়ন পরিষদের ২০২৪-২৫ অর্থবছরে জলবায়ুতে ক্ষতিগ্রস্ত যুব নারী ও পুরুষের জীবন মান উন্নয়নে যে বাজেট বরাদ্দ করা হয়েছে তা বাস্তবায়ন করা ও স্থানীয় সরকারের সাথে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় বাজেট বরাদ্দ ও বাজেট বাস্তবায়নের জন্য যুব-নেতৃত্বে এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার (৩০জুলাই) সকালে বাগেরহাট সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ্যাডভোকেসি সভায় অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মহিতুর রহমান পল্টন, সাংবাদিক সৈয়দ শওকত হোসেন, কাড়াপাড়া ইউনিয়ন পরিষদের সচিব শেখ শওকত আলী, ষাটগম্বুজ ইউনয়ন পরিষদের সচিব কিশোর কুমার পাল, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য মমতা সেন, সখিনা বেগম, এছাড়া বাঁধন মানব উন্নয়ন সংস্থার বিভিন্ন গ্রুপের যুব ও নারী সদস্যরা এতে অংশগ্রহন করে। সভায় যুবরা যে সকল দাবী উপস্থাপন করেন সেগুলো হলো- ২০২৪-২৫ অর্থবছরে ইউপিতে যুবদের জীবন মান উন্নয়নে যে বাজেট রাখা হয়েছে তা বাস্তবায় করা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ব্যাপক বৃক্ষরোপন কর্মসূচি পালন করা। জলবায়ুতে ক্ষতিগ্রস্ত যুব নারী ও পুরুষের বিকল্প কর্মসংস্থান তৈরি করা। জলবায়ু সহনশীল টেকশই এবং বিষমুক্ত চাষে কৃষকদের মাঝে ব্যাপক প্রচার প্রচারনা চালানো।
সাইবার নিরাপত্তা নিয়ে প্রতিটি ইউনিয়নে যুবদের প্রশিক্ষনের ব্যবস্থা করা । দুর্যোগ মোকাবেলায় বরাদ্দ বাড়ানো এবং ইমারজেন্সি অবস্থায় বিপদাপন্নতা বিশ্লেষণ করে সহযোগিতা নিশ্চিত করা। পলিথিন ও প্লাস্টিক ব্যবহার বন্ধে স্থানীয় প্রশাসনকে আর কঠোর হতে হবে এবং স্থানীয় বাজারগুলোতে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করতে হবে। দুর্যোগের সময়ে স্থায়ী ও অস্থায়ী সকল আশ্রায়ন কেন্দ্রে লিঙ্গ সংবেদনশীল সেবা প্রদান নিশ্চিত করা। সকল সরকারী পুকুরগুলোকে সুপেয় পানি নিশ্চিতের জন্য সংস্কার ও পিএসএফ এর ফিল্টারগুলোকে ব্যবহার উপযোগী করতে কার্যকর উদ্দ্যাগ গ্রহন করা। ইউনিয়ন পর্যায়ের সকল লিগ্যাল কমিটিতে যুব-নারী সদস্যদের অন্তর্ভূক্তি নিশ্চিত করা।