বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয়ের আইন বিভাগের পরিচালক জনাব মোঃ আমজাদ হোসেন খাঁন ০৯ জুলাই ২০২৩ তারিখে নির্বাহী পরিচালক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে যোগদান করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদ থেকে স্নাতক এবং পরবর্তীতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান এবং অর্থনীতি উভয় বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি দি ইনস্টিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশ (ওইই) থেকে ঔঅওইই ও উঅওইই সাফল্যের সাথে সম্পন্ন করেন এবং ওইই এর নিয়মিত পরীক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি বাংলাদেশ ব্যাংক খুলনা ও বরিশাল অফিসের ব্যাংক পরিদর্শন বিভাগ, বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ, এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট, কৃষি ঋণ বিভাগ, ব্যাংকিং বিভাগসহ প্রধান কার্যালয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক বাস্তবায়িত জাইকা সহায়তাপুষ্ট ঝগঅচ এর প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তিনি থাইল্যান্ড, স্পেন, জাপান, নেপাল ও ইন্দোনেশিয়া সফর করেন। তিনি একজন রোটারিয়ান পল হেরিস ফেলো (চঐঋ)। এছাড়া, তিনি সন্ধানী ডোনার ক্লাবের উপদেষ্টা, খুলনা মেট্রোপলিটন শ্যুটিং ক্লাব ও বাংলাদেশ অর্থনীতি সমিতির আজীবন সদস্য। তিনি মাইকেল মধুসূদন ডিবেট ফেডারেশন যশোরের উপদেষ্টাসহ বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত।
নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেলেন জনাব মোঃ আমজাদ হোসেন খাঁন
সাউথ এশিয়ান ডেস্ক
প্রকাশিত: ০৯:১২, ১১ জুলাই ২০২৩
সর্বশেষ
সর্বাধিক জনপ্রিয়