ঢাকা,   শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪

৩৭৬ রানে অলআউট ভারত

স্পোর্টস ডেস্ক

আপডেট: ১২:২২, ২০ সেপ্টেম্বর ২০২৪

৩৭৬ রানে অলআউট ভারত

দারুণ বোলিং করে ভারতকে ৩৭৬ রানে অলআউট করেছে বাংলাদেশ। আর ৫ উইকেট শিকার করার কীর্তি গড়েছেন পেসার হাসান মাহমুদ। ৫৫ রানের বিনিময়ে ৩ উইকেট পেয়েছেন তাসকিন।

চেন্নাই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৯১ ওভার ২ বলে সবকটি উইকেট হারিয়ে ৩৭৬ রান সংগ্রহ করেছে ভারত। দলের হয়ে সর্বোচ্চ ১১৩ রান করেছেন রবিচন্দ্রন অশ্বিন। ৮৬ রান এসেছে রবীন্দ্র জাদেজার ব্যাট থেকে। বাংলাদেশের হয়ে ৮৩ রানে ৫ উইকেট শিকার করে ইনিংসের সেরা বোলার হাসান।

দ্বিতীয় দিনে মাত্র ৪ রান যোগ করতেই জাদেজাকে হারায় ভারত। ইনিংসের ৮৩তম ওভারের প্রথম বলটি খাটো লেংথে করেছিলেন তাসকিন, সেখানে জাদেজার ব্যাটের কানা ছুঁয়ে বল জমা পড়ে উইকেটকিপার লিটন দাসের গ্লাভসে। ৮৬ রান করে জাদেজা ফেরায় ভাঙে ১৯৯ রানের সপ্তম উইকেট জুটি।

সর্বশেষ

Advertisement

সর্বাধিক জনপ্রিয়