ভারতের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেই আগের দিন অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। মঙ্গলবার (৮ অক্টোবর) তিনি এ ঘোষণা দেন। দ্বিতীয় টি-টোয়েন্টির আগে ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে নিজের অবসরের ঘোষণা দিয়েছেন।
ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টের আগে সাকিব আল হাসান জানিয়েছিলেন শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলে ফেলেছেন এবং টেস্ট ক্রিকেটেও তাঁকে আর মাত্র এক সিরিজ দেখা যাবে। সে ধারাবাহিকতা বজায় রেখেই যেন আরেক সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহও জানিয়ে দিলেন ভারতের বিপক্ষে চলতি সিরিজই তাঁর শেষ টি-টোয়েন্টি সিরিজ।
সে অনুযায়ী আগামীকাল দিল্লির টি-টোয়েন্টির পর ১২ অক্টোবর হায়দরাবাদেই শুধু দেখা যাবে মাহমুদউল্লাহকে। গতকাল প্রকাশিত সেই প্রতিবেদনে এটাও জানানো হয়েছে, আগেই ভারত সিরিজে বিদায় নেওয়ার সিদ্ধান্ত নিয়ে রেখেছেন মাহমুদউল্লাহ। এ ব্যাপারে বিসিবিকেও জানিয়েছেন নিজের সিদ্ধান্তের কথা।
এসএটি/জেডএম