প্রথমার্ধে বাংলাদেশ-নেপালের কোনো দলই গোল করতে পারেনি। দ্বিতীয়ার্ধে এসেছে তিন গোল। এরমধ্যে নেপালের গোলপোস্টে লক্ষ্যভেদ করেছে বাংলাদেশের মনিকা চাকমা ও ঋতুপর্ণা চাকমার পায়ের জাদুতে। দুজনের কাছ থেকে এসেছে দুগোল। এরফলে দুজনের গোলে টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সমানতালে লড়েছে দুদল। লড়াই হয়েছে সমানে সমান। আক্রমণে এগিয়ে থেকে স্বাগতিকরা চেষ্টা করেও গোল পায়নি। শামসুন্নাহার জুনিয়রকে একাদশে রেখে বাংলাদেশ খেলছে। আক্রমণের শুরুটা বাংলাদেশ করেছে। আক্রমণে এগিয়ে থেকে স্বাগতিকরা চেষ্টা করেও গোল পায়নি।
বিরতির পর শুরুতে বাংলাদেশ এগিয়ে যায়। ৫২ মিনিটে আক্রমণ থেকে গোল আসে। সাবিনার পাসে প্রতিপক্ষের এক ডিফেন্ডার ক্লিয়ার করতে গিয়ে ডান দিকে ঠেলে দেন, সেই দেওয়া বলে বক্সের ভেতরে মনিকা ডিফেন্ডারবেষ্টিত অবস্থায় আগুয়ান গোলকিপারের পাশ দিয়ে বল ঠেলে দিয়ে মাটিতে লুটিয়ে পড়েন। তাতেই উৎসবে মাতে লাল সবুজ দল।
চার মিনিট পর নেপাল সমতায় ফেরে। সাবিত্রা ভান্ডারির দারুণ এক পাসে আমিশা কির্কি বক্সে ঢুকে গোলকিপারের পাশ দিয়ে নিখুঁত শটে সমতা ফেরান।
এরপর আরও তিনটি আক্রমণ থেকে গোল ব্যবধান বাড়াতে পারেনি স্বাগতিকরা। ৬১ মিনিটে সাবিত্রার শট দ্বিতীয় পোস্ট দিয়ে বাইরে চলে যায়। ৬৭ মিনিটে বক্সের বাইরে থেকে মারিয়া মান্দার জোরালো শট গোলকিপার আঞ্জিলা বাঁ দিকে ঝাঁপিয়ে পড়ে এক হাত দিয়ে বল বাইরে পাঠিয়ে দেন।
১০ মিনিট পর রাশমির শট মাসুরার পা হয়ে গোলকিপার ঝাঁপিয়ে পড়ে লুফে নেন। দুই মিনিট পর বাংলাদেশ ম্যাচের লাগাম নিজেদের করে নিতে শুরু করে। ঋতুপর্ণার কর্নারে শামসুন্নাহার জুনিয়র ঠিকমতো লক্ষ্যে হেড নিতে পারেননি। বল মাথা ছুঁয়ে পোস্টের পাস দিয়ে চলে যায়।
তবে ৮১ মিনিটে বাংলাদেশ ব্যবধান বাড়ায়। শামসুন্নাহার সিনিয়রের থ্রো ইনে ঋতুপর্ণার বাঁ পায়ের সরাসরি ভাসিয়ে দেওয়া বল গোলকিপারের হাত ছুঁয়ে দ্বিতীয় পোস্টের মাঝামাঝি ভেতরের অংশে লেগে জড়িয়ে যায় জালে।
স্বপ্না রানী নামেন সাবিনার জায়গায়। যোগ করা সময়ের ৫ মিনিটে কোনও দলই পারেনি গোল করতে। রেফারির শেষ বাঁশি বাজতেই বাংলাদেশের শিবিরে বাধভাঙা আনন্দ। হাজারো দর্শককে স্তব্ধ করে সাবিনা-তহুরাদের উচ্ছ্বাস ছিল দেখার মতো। গোলাম রব্বানী ছোটনের পর পিটার বাটলারও ইতিহাসের অংশ হয়ে গেলেন!
বাংলাদেশের একাদশ: রুপনা চাকমা, আফঈদা খন্দকার, মাসুরা পারভীন, শিউলী আজিম, সাবিনা খাতুন(স্বপ্না রানী), শামসুন্নাহার সিনিয়র, মারিয়া মান্দা, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন।
এসএটি/জেডএম