বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যাকে সংক্ষেপে আমরা সবাই বলি বিসিবি। যার সভাপতি ছিলেন আলোচিত-সমালোচিত নাজমুল হাসান পাপন। দুমাস আগে তিনি এ পদে বহাল ছিলেন। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন না হলে তিনি সপদেই বহাল থাকতেন। তবে শেখ হাসিনার নেতৃত্বে আ.লীগ সরকারের পতনের পর পতন হয়েছে পাপনেরও।
এবার এই পাপন হারালেন বিসিবির সদস্য পদ। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী যারা পরপর বিনা নোটিশে তিনটি পরিচালনা পর্ষদের সভায় যারা অনুপস্থিত থাকবেন তাদের পদশূন্য হয়ে যায়।
বুধবার (৩০ অক্টোবর) ফারুক আহমেদের নেতৃত্বাধীন বোর্ডের পঞ্চম সভার পর এক সংবাদ বিজ্ঞপ্তিতে ১১ পরিচালকের সদস্যপদ বাতিলের খবর জানানো হয়েছে।
তারা হলেন, নাজমুল হাসান, ইসমাইল হায়দার, ওবেদ নিজাম, তানভীর আহমেদ, আ জ ম নাছির উদ্দীন, গাজী গোলাম মোর্ত্তজা, শেখ সোহেল, নজীব আহমেদ, মঞ্জুর কাদের, অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম ও শফিউল আলম চৌধুরী। পদত্যাগপত্র গৃহীত হয়েছে খালেদ মাহমুদ, নাঈমুর রহমান ও এনায়েত হোসেনের।
এসএটি/জেডএম