২০২৫ আইপিএলের মেগা নিলামকে সামনে রেখে বাংলাদেশ দলের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে রিটেইন (ধরে রাখা) করেনি চেন্নাই সুপার কিংস। যার মানে এবার আইপিএলে দল পেতে নিলামে নাম ওঠাতে হবে তাকে। মুস্তাফিজের মতো আরেক আন্তর্জাতিক ক্রিকেটার ডেভন কনওয়েকে ছেড়ে দিয়েছে চেন্নাই। তবে দলে টিকে রয়েছেন মাহেন্দ্র সিং ধোনি।
একইভাবে কলকাতা নাইট রাইডার্স ছেড়ে দিয়েছে ট্রফি জয়ে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়া শ্রেয়াস আইয়ারকে।
মোস্তাফিজ, কনওয়ের মতো এবার নিলামে দল পাওয়ার আশায় অপেক্ষা করতে হবে- জস বাটলার, ঋষভ পান্ত, গ্লেন ম্যাক্সওয়েল, ডেভিড ওয়ার্নার, মিচেল স্টার্কের মতো খেলোয়াড়দেরও।
২০২৫ আইপিএলের আসর শুরুর আগে হবে মেগা নিলাম। প্রতিটি দল মোট ১২০ কোটি রুপির খেলোয়াড় কিনতে পারবে। এর মধ্যে যাদের ধরে রাখা হবে, তাদের দাম বাদ পড়বে। তাই যাকে না রাখলেই নয়, এমন খেলোয়াড় ছাড়া অন্যদের রিটেইন করেনি ফ্র্যাঞ্চাইজিগুলো। আবার কিছু খেলোয়াড় বেশি অর্থ চেয়েছেন, কিন্তু ক্লাব রাজি না হওয়ায় দুই পক্ষ আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
চেন্নাই সুপার কিংস-
যারা থাকছেন: রুতুরাজ গায়কোয়াদ, পাতিরানা, শিবম দুবে, জাদেজা, মহেন্দ্র সিং ধোনি
ছেড়ে দেওয়া খেলোয়াড়: মুস্তাফিজুর রহমান, ডেভন কনওয়ে, শার্দুল ঠাকুর