আগামীকাল সোমবার মেলবোর্নে বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়ার ওয়োনডে সিরিজের প্রথম ম্যাচ। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো পাকিস্তানের একাদশে রাখা হয়নি কোনো বিশেষজ্ঞ স্পিনার।
বোলিংয়ে রয়েছেন চার পেসার। তারা হলেন, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ ও মোহাম্মদ হাসনাইন। এছাড়াও দলে আছেন, আব্দুল্লাহ শফিক, সাইম আইয়ুব, বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার/অধিনায়ক), কামরান গুলাম, সালমান আগা, মোহাম্মদ ইরফান খান।
এসএটি/জেডএম